Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইসলামের কয়েকটি সামাজিক শিষ্টাচার
    ইসলাম ধর্ম

    ইসলামের কয়েকটি সামাজিক শিষ্টাচার

    Mynul Islam NadimFebruary 12, 20254 Mins Read
    Advertisement

    ধর্ম ডেস্ক : শিষ্টাচার হলো ভদ্র, মার্জিত ও রুচিসম্মত আচরণ, যা মানুষকে সংযমী ও বিনয়ী করে তোলে। আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। ইসলামে শিষ্টাচারকে নবুয়তের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের ২৫ ভাগের এক ভাগ।’ (আবু দাউদ, হাদিস : ৪৭৭৬)

    সামাজিক শিষ্টাচার

    ইসলামের কয়েকটি সামাজিক শিষ্টাচার নিম্নরূপ—
    জান-মালের নিরাপত্তা দান : একজন মানুষের ঈমান ও ইসলামের মাত্রা নিরূপণে মানবিক, কল্যাণকামী ও অন্যের জন্য নিরাপদ হওয়ার বিষয়টি খুবই জরুরি। নামাজ-বন্দেগি অপরিহার্য হলেও মুমিন-মুসলিমের পরিচয়ে এগুলোর আধিক্যকে উল্লেখ করা হয়নি। কারণ ইবাদতের সম্পর্ক ব্যক্তির সঙ্গে। নিজের পরিচয় নিজে প্রদান করলে ইনসাফ হয় না।

    অন্যের দ্বারা পরিচয় পেতে অন্যের সঙ্গে আচরণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজেই হাদিসে মুমিন-মুসলিমের পরিচয়ে আচরণের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এটি ইসলামী সমাজব্যবস্থার অন্যতম সৌন্দর্য। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যার জিহ্বা ও হাতের (অনিষ্ট) থেকে মুসলিমরা নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন।’ (তিরমিজি, হাদিস : ২৬২৭)

    অন্যকে অগ্রাধিকার দেওয়া : জীবনের সব ক্ষেত্রে অন্যকে স্মরণ রেখে চলা। অর্থাৎ সব সময় নিজের স্বার্থকে না দেখে অন্যকেও নিজের মতো করে ভাবতে শেখা। আসলেই যদি এমনটি হতো, তাহলে সমাজে মারামারি-হানাহানির কোনো ঘটনাই সামনে আসত না। আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।’ (বুখারি, হাদিস : ১২)

    ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা : সমাজের সব মানুষ—বয়স বা সামাজিক অবস্থানের দিক থেকে দুই ধরনের হয়। কেউ বড়, কেউ ছোট। সবাই যদি এমন ভেবে বড়দের প্রতি সম্মান-মর্যাদা আর ছোটদের প্রতি স্নেহ-ভালোবাসার আচরণ করে তাহলে সমাজের চিত্রই পাল্টে যাবে। আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, একজন বয়স্ক লোক রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আসে। লোকেরা তার জন্য পথ ছাড়তে বিলম্ব করে। (তা দেখে) রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘যে লোক আমাদের শিশুদের আদর করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (তিরমিজি, হাদিস : ১৯১৯)

    অন্যের মৌলিক অধিকার আদায় করা : সমাজে একসঙ্গে চলতে গেলে একে অন্যের প্রতি বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য এসে যায়। সেগুলোর বাস্তবায়ন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, দায়িত্ববোধ ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। এমন ছয়টি হক বা অধিকারের কথা হাদিসে এসেছে। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি। জিজ্ঞাসা করা হলো, সেগুলো কী, হে আল্লাহর রাসুল! তিনি বলেন, ১. তার সঙ্গে তোমার সাক্ষাৎ হলে তাকে সালাম করবে, ২. তোমাকে দাওয়াত করলে তা তুমি গ্রহণ করবে, ৩. সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে, তুমি তাকে সৎ পরামর্শ দেবে, ৪. সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে, তার জন্য তুমি (ইয়ারহামুকাল্লাহ বলে) রহমতের দোয়া করবে, ৫. সে অসুস্থ হলে তার সেবা করবে এবং ৬. সে মারা গেলে তার (জানাজার) সঙ্গে যাবে। (মুসলিম, হাদিস : ৫৪৬৬)

    আস্থার জায়গায় উপনীত হওয়া : ইসলামী সমাজব্যবস্থার আরেকটি গুণ হলো—একে অন্যের প্রতি সহনশীল, কল্যাণকামী ও বিশ্বাসী হওয়া। কাউকে ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে আর যাই হোক ঈমানদার হওয়া যায় না। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে সে আমাদের (মুসলিমদের) দলভুক্ত নয়।’ (মুসলিম, হাদিস : ১৮২)

    সম্প্রীতি বিনষ্টকারী আচরণ থেকে বিরত থাকা : সামাজিক সম্প্রীতি নষ্ট করে বা সমাজজীবনে বিপর্যয় সৃষ্টি করে, এমন সব আচরণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মহান আল্লাহ এসব বিষয়ে সতর্ক করেছেন। যেমন—১. উপহাস করা, ২. খোঁটা দেওয়া, ৩. মন্দ নামে ডাকা, ৪. অনুমান করা, ৫. দোষ অনুসন্ধান করা, ৬. কুৎসা করা ইত্যাদি সমাজজীবনে বিপর্যয় সৃষ্টি করে।

    জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, কর্মস্থল ঢাকা

    সুরা হুজুরাতে এসব বিষয় থেকে বেঁচে থাকার জন্য কঠিনভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এসবের ক্ষতি চিহ্নিত করা হয়েছে। যেমন—আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা! কোনো মুমিন সম্প্রদায় যেন অন্য কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে; কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে; কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ কোরো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না; ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। আর যারা তাওবা করে না তারাই তো জালিম। হে ঈমানদাররা! তোমরা বেশির ভাগ অনুমান থেকে দূরে থাক; কারণ কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান কোরো না এবং একে অন্যের গিবত কোরো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো; নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।’
    (সুরা : হুজুরাত, আয়াত : ১১- ১২)

    পরিশেষে বলা যায়, ইসলামের সামাজিক শিষ্টাচার প্রকৃত অর্থে সমাজে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে পারে, যা অন্য কোনো সমাজব্যবস্থায় সম্ভব নয়। কারণ মুসলমান পরকালের ভীতি ও জবাবদিহির কারণেই এসব শিষ্টাচার বাস্তবায়ন করে, এখানে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পায় না।

    লেখক :ড. আবু সালেহ মুহাম্মদ তোহা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইসলাম ইসলামের কয়েকটি ধর্ম শিষ্টাচার সামাজিক সামাজিক শিষ্টাচার
    Related Posts
    জুমার দিনের ফজিলত

    জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে যে ৪ হাদিসে

    August 8, 2025
    jannat

    সবার শেষে জান্নাতে প্রবেশকারীকে নিয়ে হাদিসে যা বলা আছে

    August 4, 2025
    গুনাহ মাফ

    শুক্রবার যে আমল করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়

    August 1, 2025
    সর্বশেষ খবর
    ট্রাম্প

    ইন্টেল করপোরেশনের সিইও লিপ-বু টানের পদত্যাগ দাবি ট্রাম্পের

    reba mcentire children

    Reba McEntire’s Children: A Look at the Country Star’s Blended Family and Their Lives Today

    চ্যাটজিপিটি

    নতুন ফিচার উন্মোচন করল চ্যাটজিপিটি, যে সুবিধা রয়েছে এতে

    Realme P3 Pro 5G

    Realme P3 Pro 5G: অন্ধকারেও গ্লো করবে সেরা ফিচারের এই ফোন!

    ওয়েব সিরিজ

    উল্লুর নতুন ওয়েব সিরিজে কাঁপাচ্ছে নেট দুনিয়া, একা দেখাই ভাল!

    is brandon blackstock reba mcentire son

    Was Brandon Blackstock Reba McEntire’s Son? The Truth About Their Family Connection

    Mahi

    চেনা যায় ছবির এই আলোচিত অভিনেত্রীকে

    iQOO 13

    iQOO 13 at ₹60,000: 8K Video, 6150mAh Battery, 120W Fast Charging

    Samsung Galaxy S24 Ultra

    Samsung Galaxy S24 Ultra: Price in Bangladesh & India with Full Specifications

    Taka

    বাড়িতে বসেই প্রতিমাসে আয় করুন ৫০,০০০ টাকা, জানুন বছরের সেরা আইডিয়া!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.