সুয়েব রানা : সিলেটের জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে বক্তারা বলেছেন, দেশকে প্রকৃত অর্থে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামভিত্তিক নীতি ও মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার দরবস্ত ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশে বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন, সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি পুনরায় চালু এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কবির আহমেদ। যৌথভাবে সমাবেশটি পরিচালনা করেন মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা এডভোকেট মাহমুদুল হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাঈদ আহমদ। তিনি বলেন, দুর্নীতি ও অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনই ইসলামী আন্দোলনের লক্ষ্য। ইসলামই একমাত্র ব্যবস্থা যা পারে জনগণের অধিকার নিশ্চিত করতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা আব্দুল মালিক, উপজেলা শাখার সহসভাপতি হাফিজ আব্দুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা জাবির আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মো. দেলোয়ার হোসাইন এবং দরবস্ত ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা সেলিম আহমেদ।
এছাড়া ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কে.এম. আব্দুল ওয়াদুদ সাফি, প্রকাশনা সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা ফাহাদ সিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে দুর্নীতি, বৈষম্য ও অনৈতিক রাজনীতি আজ সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নীতিনিষ্ঠ নেতৃত্ব এবং ইসলামভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া বিকল্প নেই। তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।
গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়, স্লোগানে মুখরিত হয় দরবস্ত ইউনিয়নের চত্বর।
সমাবেশের সমাপ্তি ঘোষণা করে নেতৃবৃন্দ বলেন, আমরা এমন এক সমাজ চাই, যেখানে ন্যায়বিচার, সততা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে-যেখানে জনগণ পাবে নিরাপত্তা, সম্মান ও অধিকার।
শেষ পর্যন্ত এই গণসমাবেশের মূল বার্তায় প্রতিধ্বনিত হয় একটাই আহ্বান-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামই একমাত্র পথ, নীতির রাজনীতি হোক পরিবর্তনের অঙ্গীকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।