দেশের অন্যতম বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ব্যাংকটির ফেসবুক পেজে হ্যাকার গ্রুপ একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজ থেকে হ্যাকার গ্রুপটি তাদের প্রথম পোস্ট দেয়। পেজটির নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।
এদিন পেজে দেওয়া একাধিক পোস্টে হ্যাকার গ্রুপটি নিজেদের পরিচয় নিশ্চিত করে। প্রথম পোস্টে তারা জানায়, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” (MS 470X) দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে পেজটি থেকে আরও বেশ কয়েকটি পোস্ট দেওয়া হয়।
দেশের একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকড হওয়ার ঘটনায় গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে থেকে, যা জানা গেল
তবে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।