জুমবাংলা ডেস্ক : ইসলামী ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা ধরে রাখতে কর্মকতা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান।
সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে মতবিনিময় সভায় তিনি বলেন, “ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। আমাদের মূল শক্তি ঐক্য ও শৃঙ্খলা। ইসলামী ব্যাংকিং শুধু পেশা নয়, একটি ইবাদত। ব্যাংককে এগিয়ে নিতে কর্মকতা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
“সততা, আন্তরিকতা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে ইসলামী ব্যাংকের সেবা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে।”
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন নতুন এমডি ফারুক খান। রোববার পর্ষদ সভার সিদ্ধান্তে ব্যাংকটির এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে আসেন তিনি।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদও সভায় কথা বলেন।
ব্যাংকটির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।