কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুলাহ নামের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে সহপাঠীরা পরিচয় শনাক্ত করেন।
সাজিদ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
জানা যায়, দুপুর ১ টার দিকে অনেকেই মৃতদেহ পুকুরের মাঝখানে ভাসতে দেখে এটি ময়লার স্তূপ মনে করে গুরুত্ব দেয়নি।
পুকুর পাড়ের দোকানী আকমল বিশ্বাস বলেন, পরে বিকেল ৫টার দিকে মৃতদেহ পুকুরের কিনারে আসলে বোঝা যায় এটা মরদেহ। পরে বিকেল সাড়ে ৬টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।
ওই শিক্ষার্থীর বন্ধু ইনসান বলেন, আমি ওকে একা থাকতে দেয় না। গতকাল রাত ২টা পর্যন্ত আড্ডা দিয়েছি। সকাল থেকে ফোন দিলেও রিসিভ করছে না।
১৫,০০০ টাকার চেয়েও কমমূল্যে সেরা Realme 5G স্মার্টফোনের তালিকা
ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, কিভাবে মারা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।