বিনোদন ডেস্ক : হামাসের হামলায় ইসরায়েলে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি।
অভিনেত্রীর টিম জানিয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সব শেষ যখন অভিনেত্রীর সঙ্গে টিমের যোগাযোগ হয় তখন তিনি একটি বেজমেন্টে আশ্রয় নিয়েছেন। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে।
অভিনেত্রীর টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে, তখন তিনি একটি বেজমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য, আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’
প্রায় দুই দশক চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত ভারুচা। কয়েক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে অভিনেত্রীর। ‘সনু কে টিটু কি সুইটি’ হিট হওয়ার পর থেকেই ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাকে। গত কয়েক বছরে নুসরাত অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘ড্রিম গার্ল’, ‘আজিব দসতানস’, ‘ছোরি’ ইত্যাদি।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শনিবার চালু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে চালু হওয়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণে নিহত ইসরায়েলির সংখ্যা আড়াইশ ছাড়িয়ে গেছে।
আবারও পানি বাড়ছে যমুনায়, ভারি বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি
যদিও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন রবিবার সকালে জানায়, ইসরায়েলে নিহত ৩০০ ছাড়িয়েছে এবং আহত ইসরায়েলির সংখ্যা ঠেকেছে দেড় হাজারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।