ইসরাইল নিয়ে আবারও সরব সোনম কাপুর

সোনম কাপুর

আন্তর্জাতিক ডেস্ক : বেড়েই চলেছে ইসরাইল-হামাস রক্তক্ষয়ী ‘যুদ্ধে’ নিহতের সংখ্যা। এদিকে চলমান এই সংঘাতে ইসরাইলের পক্ষে সরব হয়েছেন অনেক বলিউড ও হলিউড তারকা। এবার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

সোনম কাপুর

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করেন এ বলিউড অভিনেত্রী।

সোনম কাপুরের প্রথম পোস্টে লিখা ছিল, ‘গাজায় থাকা অর্ধেকের বেশি মানুষই শিশু’। এই একটি লাইনই তিনি ৬ বার লিখেছেন।

পরবর্তী পোস্টে লেখা ছিল, ‘আমরা যদি ইসরাইলি শিশুদের প্রতি নৈতিক দায়িত্ব পালন করি, তাহলে ফিলিস্তিনি শিশুদের প্রতিও আমাদের একই দায়িত্ব রয়েছে। তাদের জীবনেরও সমান মূল্য আছে। আপনি যদি শুধু ইসরাইল কিংবা শুধু গাজার মানুষের জীবন নিয়ে চিন্তা করেন তবে আপনি আসলে মানুষের জীবন সম্পর্কে চিন্তা করেন না।’

এর আগেও সোনম ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কে গিগি হাদিদের পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘আমার চিন্তাভাবনা এই অযৌক্তিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য। প্রতিদিন এই সংঘাতে নির্দোষ জীবন কেড়ে নেয়া হচ্ছে—যার মধ্যে অনেক শিশু।

ভুলেও পায়ের উপর পা তুলে বসবেন না

ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনের জন্য আমার গভীর সহানুভূতি এবং হৃদয়বিদারকতা রয়েছে, এটি একটি দায়িত্ব যা আমি প্রতিদিন পালন করি। আমি আমার ইহুদি বন্ধুদের কাছেও এটা পরিষ্কার করার দায়িত্ব অনুভব করি, যেমনটা আমার আগে ছিল; ফিলিস্তিনিদের জন্য আমার আশা ও স্বপ্ন থাকলেও এর মধ্যে কোনো ইহুদি ব্যক্তির ক্ষতি অন্তর্ভুক্ত নয়।’