আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী ১৯ নারীসহ ৭১ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তাদেরকে দক্ষিণ কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিং দিয়ে মুক্তি দেয় তারা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে স্থল আক্রমণ শুরু করে ইসরাইল। এ সময় তারা গাজা উপত্যকা থেকে অনেক ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। ওই সংখ্যা তারা প্রকাশ করেনি। সম্প্রতি তাদের ৭১ জনকে মুক্তি দিয়েছে তারা।
ফিলিস্তিনি বন্দী অধিকার গোষ্ঠীর মতে, ডিসেম্বরের শেষে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সংখ্যা ছিল ৮ হাজার ৮০০-এর বেশি। এর মধ্যে ৩ হাজার ২৯০ জনেরও বেশি প্রশাসনিক বন্দী রয়েছে। তাদেরকে কোনো ধরণের অভিযোগ বা বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়েছে।
সূত্র : আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।