ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বৃহস্পতিবার বৈরুতে ফ্রান্সের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। তাদের বৈঠকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি চুক্তিকৃত যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এই তথ্য জানিয়েছে।
lebanon

প্রতিনিধিদলে ছিলেন লেবাননে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত হারভে ম্যাগ্রো এবং ফ্রান্সের কমিটি প্রতিনিধি জেনারেল গুইলোম পনচিন। উল্লেখ্য, যুদ্ধবিরতির পর্যবেক্ষণ ও বাস্তবায়ন কার্যক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রও রয়েছে।

বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেন, লেবাননের অবস্থানগত অগ্রাধিকার হলো যুদ্ধবিরতির কঠোর বাস্তবায়ন, ইসরায়েলের লঙ্ঘন বন্ধ, লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, এবং দক্ষিণে লেবাননের সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা।

যুদ্ধবিরতি কার্যকর হলেও বারবার তা লঙ্ঘিত হচ্ছে। ফ্রান্স অভিযোগ করেছে, ইসরায়েল এই যুদ্ধবিরতি অন্তত ৫২ বার ভেঙেছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১৪তম প্রজাপতি মেলা

লেবাননের দক্ষিণাঞ্চলে এই সংঘাত আন্তর্জাতিক মহলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।