আন্তর্জাতিক ডেস্ক : গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। মঙ্গলবার (২২ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় লড়াইয়ের সময় ইসরাইলের গোলানি ব্রিগেডের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন।
এই ঘটনায় হামাস যোদ্ধারা বলেছে, সেখানে হামাসের তুলনায় ইসরাইলের ক্ষয়-ক্ষতির পরিমাণই বেশি হয়েছে।
উল্লেখ্য, গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৭১ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দী বিনিময়ের অংশ হিসেবে ইসরাইল ফিলিস্তিনি বন্দীদের তালিকা প্রকাশ করেছে। আইন ও বিচার মন্ত্রণালয় প্রকাশিত এই তালিকায় ৩০০ জন বন্দী রয়েছে।
হামাস বলেছে, ১৫০ জন নারী ও শিশুর দ্বিগুণ ইসরাইল অদলবদলের অংশ হিসেবে মুক্তি দিতে রাজি হয়েছে। ৩০০ ফিলিস্তিনিদের মধ্যে কতজনকে মুক্তি দেয়া হবে তা স্পষ্ট নয়।
তালিকায় নাম, জন্ম তারিখ, গ্রেফতারের তারিখ ও আইডি নম্বরসহ কর্মীদের তথ্য রয়েছে। এতে ইসরাইল যে অভিযোগের অধীনে তাদের কারারুদ্ধ করেছে, তাও অন্তর্ভুক্ত রয়েছে। বন্দীদের মুক্তি আটকাতে ইসরাইলিদের কাছে আপিল করার জন্য ২৪ ঘণ্টা সময় আছে।
সূত্র : আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।