আন্তর্জাতিক ডেস্ক : গাজা-ইসরাইলের চলমান সংঘাতে ফিলিস্তিনের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে লেবাননের সামরিক বাহিনী হিজবুল্লাহ। এবার তাদের ভয়েই ঘর ছেড়ে হোটেলে পালাচ্ছে হাজার হাজার ইসরাইলি।
গাজা উপত্যকার কাছাকাছি এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরাইলি সরকার। নিরাপত্তার ভয়ে পালিয়ে আসা বাসিন্দারা আশ্রয় নিচ্ছে আয়লাত শহরে।
লোহিত সাগরের তীরে অবস্থিত শহরটিতে সম্প্রতি ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আনুমানিক ৬০,০০০ মানুষ নিজ ঘর ছেড়ে চলে এসেছে। এমনকি শহরটির কোনো হোটেল কক্ষও ফাঁকা নেই। সিএনএন।
আয়লাত শহরটি ঐতিহ্যগতভাবে ইসরাইলিদের জন্য একটি ছুটি কাটানোর স্থান। যুদ্ধ শুরুর পর থেকে আয়লাতকে একটি তাঁবুর শহর হিসাবে পরিণত করার পরিকল্পনা চলছে।
আয়লাতের মেয়র এলি ল্যাস্করি চ্যানেল ১২-কে বলেন, ‘আয়লাতে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। ৬০,০০০-এর বেশি উদ্বাস্তু এসেছে। যুদ্ধ শুরু থেকে তারা আমাদের ১২,০০০ হোটেল কক্ষে, আতিথেয়তা কেন্দ্রগুলোতে, হোস্টেলে এবং শহরের প্রায় ৪,০০০ কক্ষে অবস্থান করছে।’
তিনি আরও বলেন, ‘হোটেলগুলো সম্পূর্ণভাবে বুক করা আছে এবং আমরা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আয়লাত তাবুর শহর প্রতিষ্ঠার সব ধরনের পরিকল্পনা দেখছি, কেননা আরও কয়েক হাজার লোক আয়লাত পথে যাত্রা শুরু করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।