আন্তর্জাতিক ডেস্ক : আমাজন জঙ্গলে এনাকোন্ডা সাপের দেখা পাওয়া যায়। এই সাপ লম্বায় ৩০ থেকে ৪০ ফুট হয়ে থাকে। হিংস্র প্রকৃতির এই সাপের ওজন হয় প্রায় ১৩০ কেজি। এমন সাপ দেখে যেকোন মানুষের ভয়ে দৌড়ে পালানোর কথা। কিন্তু একজন পরিবেশবিদ নিজেই ইচ্ছে করে এক এনাকোন্ডারের পেটে ঢুকেছিলেন।
বিশেষ এক ধরনের কার্বন ফাইভার স্যুট পরে সাপের সামনে যেতেই সাপ তাকে পেঁচিয়ে ধরে। অনেকক্ষণ পেঁচিয়ে ধরে রাখার পরে সাপটি তাকে গিলে ফেলে৷ পলকে যখন সাপ পেঁচিয়ে ধরছিলো তখন পাশ থেকে তার টিম সেই দৃশ্য দেখছিলো এবং ভিডিওধারণ করছিল।
পল গণমাধ্যমকে জানিয়েছেন, সাপের পেঁচিয়ে ধরা খুবই ভয়ংকর। এরা আপনাকে নিঃশ্বাস নেওয়ার কোন সুযোগ দেবে না। যত চেষ্টা করবেন তত জোড়ে পেঁচিয়ে ধরবে।
তিনি আরও বলেন, আমি সাপটির সামনে যেতেই সাপটি আমাকে পেঁচিয়ে ধরে এবং গিলে নেয়।
পল কীভাবে ওই সাপের পেট থেকে বের হয়েছিলেন তার কিছুই জানাননি। ২০১৪ সালে পলের এই ভিডিও ভাইরাল হয়েছিলো ডিসকভারি ও ন্যাশন্যাল জিওগ্রাফি চ্যানেলে। সম্প্রতি ভিডিওটি আবারো আলোচনায় এসেছে।
পলের পরামর্শ— আমরা বর্তমানে প্রাণীদের বাসস্থান নষ্ট করছি, বন ধ্বংস করছি যা ঠিক নয়। মানুষের উচিৎ সচেতন হওয়া। অনেকের মতে, পল শুধুমাত্র নিজের পরিচিতি ও ভিডিওর ভিউ বাড়াতেই কাজটি করেছিলেন।
সূত্র: এনডিটিভি এবং নিউ ইয়র্ক টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।