স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ২৩। হুলিয়ান আলভারেস এ বয়সেই জিতেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা আমেরিকা কিংবা প্রিমিয়ার লিগসহ ফুটবলের ১৪টি বড় শিরোপা।
সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে ক্লাব বিশ্বকাপের ট্রফি। গতকাল শুক্রবার সৌদি আরবের কিং আবদুল্লাহ সিটি স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সেখানে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন আলভারেস।
ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ২০২৩ সালটা নিজেদের করে নিয়েছে ম্যানসিটি। এ বছর সিটির এটি পঞ্চম শিরোপা। গত মৌসুমে ম্যানসিটি ঘরে তুলেছে প্রিমিয়ার লিগ (২০২২-২৩), এফএ কাপ (২০২২-২৩) ও চ্যাম্পিয়নস লিগ (২০২২-২৩)। নতুন মৌসুমের শুরুতেও জিতেছে উয়েফা সুপার কাপ (২০২৩)।
আলভারেস প্রথম শিরোপার স্বাদ পান ২০১৮ সালে। তখন এ আর্জেন্টাইনের গায়ে রিভার প্লেটের জার্সি। আর্জেন্টিনার ক্লাবটির হয়ে সে বছর কোপা লিবার্তোদোরেস (২০১৮) জিতে শিরোপাৎসব শুরু করেন। এরপর রিভারপ্লেটের জার্সি গায়ে জিতেছেন আরও পাঁচটি শিরোপা- কোপা আর্জেন্টিনা (২০১৮-১৯), সুপারকোপা আর্জেন্টিনা (২০১৯), রিকোপা সুদামেরিকানা (২০১৯), ট্রফিও দি ক্যাম্পিওনস (২০২১), আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন (২০২১)।
ক্লাব পর্যায়ে ১১টি ট্রফি জেতা আলভারেসের জাতীয় দলের জার্সিতেও সাফল্য কম নয়। মাত্র তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর বছরেই কোপা আমেরিকা (২০২১) জিতে শুরু। পরের বছর ফিনালিসিমা (২০২২), এবং স্বপ্নের বিশ্বকাপ (২০২২)। মূলত বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে নতুন করে আলোচনায় আসেন আলভারেস।
মাত্র ২৩ বছরেই শিরোপার ডালা পূর্ণ করেছেন আলভারেস। মেসির যে স্বাদ পেতে ৩৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো বা রোনালদো নাজারিও যে স্বাদ পাননি। যেভাবে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন, হয়তো এ বয়সে অবসরে গেলেও ফুটবলে খুব বেশি আফসোস থাকবে না আলভারেসের! ফিফার যেমন টুইট করে বলে দিল, আলভারেসের ফুটবল পরিপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।