চতুর্থ বিশ্বকাপ জিততে অনেক বছর লাগবে না: মেসি

মেসি

স্পোর্টস ডেস্ক : ২০১৪ আসরে বিশ্বকাপের খুব কাছে পৌঁছে যায় আর্জেন্টিনা। গঞ্জালো হিগুয়েনের গোল অফসাইডে বাতিল না হলে হয়তো ব্রাজিলেই রচনা হতো আর্জেন্টাইন রূপকথা। হয়তো টুর্নামেন্ট সেরা হয়েও কাঁদতে হতো না লিওনেল মেসিকে। আর্জেন্টাইন সুপারস্টারের বিষাদের কান্না আনন্দাশ্রুতে পরিণত হতে অপেক্ষা করতে হয়েছে ২০২২ সাল পর্যন্ত। চারটি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার দুঃখ কাতারে ঘুচিয়েছেন মেসি। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা পেয়েছে তৃতীয় শিরোপা। মেসির বিশ্বাস, চতুর্থ শিরোপার জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না।

মেসি

ডিসেম্বেরে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শিরোপা উদ্যাপনের জন্য ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। সেলিব্রেশনের সেই ম্যাচে পানামাকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জেতার অভিপ্রায় ব্যক্ত করেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘এই ট্রফিটা জিততে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমরা জানি না পরেরটা কবে জিতব। আশা করি অনেক বছর লাগবে না।’

মেসি বলেন, ‘এটা বোঝা গেছে যে, বিশ্বকাপ জেতাটা খুবই কঠিন। অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু একটি ভালো দল থাকলেই হয় না, আরও অনেক কিছু পক্ষে থাকতে হয়। এখন সময় তিন তারকা উপভোগের।’

পাঁচটি বিশ্বকাপ খেলে অধরা সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ যাত্রায় পিএসজি তারকার সঙ্গী যারা হয়েছিলেন তাদের স্মরণ করে মেসি বলেন, ‘আজ আমাদের দিন। চ্যাম্পিয়ন হিসেবে উৎসবের দিন। যাদের সঙ্গে আগে খেলেছি, এ সময়ে তাদের ভুলে যেতে চাই না। ওরাও এই ট্রফিটা জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব ঢেলে দেয়ার কারণে তাদেরও স্বীকৃতি প্রাপ্য। পাশাপাশি পূর্বের সকল কোচকেও আমি ধন্যবাদ দিতে চাই। তারাও সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।’

আর্জেন্টাইনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মেসি বলেন, ‘যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। শুধু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই নয়, কোপা আমেরিকার জন্যও। ব্যক্তিগতভাবে এই মুহূর্তটার স্বপ্ন আমি সবসময় দেখে এসেছি। আর্জেন্টিনায় ফিরে এসে দর্শকদের সঙ্গে উদ্যাপন করা, কোপা আমেরিকা, ফিনালিসিমা আর সবচেয়ে বড় অর্জন- এই বিশ্বকাপটা সবার সামনে তুলে ধরা।’

মেসি বলেন, ‘নিরঙ্কুশ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটির (বিশ্বকাপ) জন্য যা যা করা সম্ভব, সব করেছি আমরা।’

মেসিকে বার্সেলোনায় ফেরাতে মরিয়া ক্লাব সভাপতি, কড়া শর্ত মেসির!