মাদারীপুরের ডাসারে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় তিন আসামিকে গ্রেফতার করছে পুলিশ। বুধবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে মাদারীপুর জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে মুকুল (৪২) হাওলাদার একই গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩০) ও রাজৈর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর(৩২)। বুধবার বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
ভুক্তভোগীর মা মুন্নি বেগম বলেন, আমার ছেলে মেহেদী হাসান মুন্নাকে(২৫) দেড় বছর আগে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে মুকুল হাওলাদার ও তার সহযোগীরা লিবিয়ায় পাঠায়।
লিবিয়ায় নিয়ে মাফিয়ারা আটক করে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় মোট ৪১ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। আমার সন্তানের কোন খোঁজ পাচ্ছি না। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমি দালালদের বিচার চাই।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, ভুক্তভোগী যুবকের মা মুন্নি বেগম বাদী হয়ে মুকুল হাওলাদারসহ ১০ জনকে আসামি করে গত জুলাই মাসে আদালতে মানব পাচার ও দমন আইনে একটি মামলা করেন।
সেই মামলার তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত আসামিদেরকে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।