জুমবাংলা ডেস্ক : আগামী এক মাসের মধ্যে আটকে থাকা ওয়ার্ক ভিসার নিষ্পত্তি চেয়ে ঢাকায় ইতালি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইতালি ভিসা প্রত্যাশীরা। অবস্থান কর্মসূচি থেকে ভিসা প্রত্যাশীরা চারটি দাবির কথা তুলে ধরেছেন।
বুধবার (২৩ জুলাই) গুলশানে ইতালি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ভিসা প্রত্যাশীরা।
ভিসা প্রত্যাশীরা বলেন, বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও ২০২৩-২৪ সালের আবেদনকারীদের ভিসা দেওয়া হচ্ছে না এবং রিজেক্টও করা হচ্ছে না। ফ্যামিলি ভিসার আবেদনকারীদেরও ভিসা দেওয়া হচ্ছে না। আমাদের দাবি, আগামী এক মাসের মধ্যে আটকে থাকা ভিসার নিষ্পত্তি করতে হবে। আমাদের প্রায় ৩ হাজার পাসপোর্ট ভিএফএস এ আটকে আছে, সেগুলো ফেরত দেওয়া হচ্ছে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ভিসা প্রত্যাশীরা।
ভিসা প্রত্যাশীদের ৪ দাবি হলো—
১. ইতালি অ্যাম্বাসিতে ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তি করতে হবে।
২. স্ক্যান পাসপোর্টের ওয়ার্ক ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।
৩. ইতালি দূতাবাস ২০২৩-২৪ সালের আটকে থাকা পাসপোর্ট ফেরত দিতে হবে।
৪. ফ্যামিলি ভিসা জটিলতা নিরসন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।