জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অ্যাথলেটদের কখনো অলিম্পিক গেমসের পদক ধরার সৌভাগ্য হয়নি। কিন্তু বাংলাদেশের ঝুড়িতে স্পেশাল অলিম্পিকের অনেক পদকই রয়েছে। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার এর দুই সিজন। এবার ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকের সিজনের গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল।
শনিবার (১৫ মার্চ) ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারায়। এর আগে গতকাল বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়েছিল। ফাইনাল ম্যাচে লড়াই হলেও বাংলাদেশের নারীদের দুর্দান্ত আধিপত্য ছিল।
ফাইনালে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। ফ্লোরবল এই দলটির কোচ জাহিদ হোসেন রাজু। তিনি বিকেএসপির হকি কোচ। এই দলের দলনেতা হলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম। আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।
বিশেষ চাহিদা সম্পন্নদের কথা মাথায় রেখে দুই ধরনের অলিম্পিক গেমস আয়োজন করে হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। বাংলাদেশ শুধু এতেই অংশগ্রহণ করে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.