সাত হাজার টাকার চেয়েও কমমূল্যে দুর্দান্ত ফিচারের itel A50 স্মার্টফোন

itel A50

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সিরিজ সম্প্রসারণের পথে itel। সংস্থাটি আগামী সপ্তাহে itel A50 লঞ্চ করতে চলেছে। সূত্রে জানা গিয়েছে, এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস হতে চলেছে। ইতিমধ্যেই এর সম্ভাব্য দাম এবং কিছু প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

itel A50

itel A50 এর দাম

সূত্র মারফত জানা গিয়েছে, itel A50 -এর দাম 7000 টাকার কম হতে পারে। ইতিমধ্যেই জানুয়ারিতে লঞ্চ হওয়া itel A70 -এর দাম ছিল 6,299 টাকা (4GB+64GB), যা বর্তমানে Flipkart-এ 6,499 টাকায় বিক্রি হচ্ছে। এর মানে, itel 8000 টাকার বাজেটের স্মার্টফোন সেগমেন্টে তাদের উপস্থিতি আরও মজবুত করতে চায়।

itel A50 এর বৈশিষ্ট্য ও ফিচারস

itel A50 সিরিজের কিছু মূল বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী itel A50 সিরিজটি বিভিন্ন রঙে (কালো, নীল, হলুদ, সবুজ) এবং মেমোরি অপশনে উপলব্ধ হতে পারে। এই ফোনে থাকতে পারে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে যার সাথে মিল রয়েছে A70 মডেলের, কারণ A70 তে আছে 6.6 ইঞ্চির HD+ (1612×720 pixel) স্ক্রিন।

itel A50 ক্রেতাদের জন্য একটি বিশেষ অফারও রয়েছে, অর্থাৎ ফোন কেনার 100 দিনের মধ্যে একবারের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট (Screen replacement) -এর সুযোগ। তবে এই অফারের সঙ্গে যুক্ত লেবার চার্জ এবং অন্যান্য বিস্তারিত শর্ত সম্পর্কে জানতে সংস্থার ওয়েবসাইটে দেখতে পারেন।

বিআইএস’সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme 13+ 5G স্মার্টফোন, রইল দাম ও ফিচার

itel A50 এর লঞ্চ ঘিরে অতি সাশ্রয়ী স্মার্টফোন প্রেমীরা উন্মুখ হয়ে রয়েছে। সাশ্রয়ী মূল্যের পাশাপাশি ফোনটিতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে লঞ্চ হতে চলা এই ফোনটি নিয়ে গ্রাহকদের মধ্যে উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে।