Advertisement
ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে নতুন সংযোজন হিসেবে এসেছে itel ZENO 20। মাত্র ৬ হাজার টাকার কম মূল্যে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটিকে সংস্থা বলছে ক্যাটাগরির সবচেয়ে শক্তপোক্ত ডিভাইস।
মজবুত ডিজাইন ও বিশেষ ফিচার
itel ZENO 20 স্মার্টফোনে রয়েছে IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। সঙ্গে দেওয়া হয়েছে ড্রপ-রেজিস্ট্যান্ট কেস, যা ফোনকে হাত থেকে পড়ে যাওয়ার পরও সুরক্ষা দেবে। সবচেয়ে বড় আকর্ষণ এর Aivava 2.0 AI অ্যাসিস্ট্যান্ট, যেখানে ব্যবহারকারীরা শুধু ভয়েস কমান্ড দিয়েই ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। কোম্পানির দাবি, এই ফোন তিন বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স দেবে।
itel ZENO 20 স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি HD+ IPS, ৯০ হার্টজ রিফ্রেশ রেট
- প্রসেসর: T7100 অক্টা-কোর
- অপারেটিং সিস্টেম: Android 14 Go Edition
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- অডিও: DTS সাউন্ড টেকনোলজি
- ব্যাটারি: ৫০০০mAh, ১৫ ওয়াট টাইপ-C চার্জিং (বক্সে ১০ ওয়াট চার্জার)
ভারতে দাম ও ভ্যারিয়েন্ট
- ৮জিবি (৩+৫জিবি) র্যাম + ৬৪জিবি স্টোরেজ: ৫,৯৯৯ রুপি
- ১২জিবি (৪+৮জিবি) র্যাম + ১২৮জিবি স্টোরেজ: ৬,৮৯৯ রুপি
সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং রাগেড ডিজাইন—এই তিনের সমন্বয়ে itel ZENO 20 হতে পারে ভারতের বাজেট মার্কেটে এক বড় প্রতিদ্বন্দ্বী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।