হারিয়ে যাওয়া ফাইল খুঁজে পাওয়া সম্ভব iTop Data Recovery সফটওয়ারের মাধ্যমে

iTop Data Recovery

ইচ্ছা করে বা ভুল বশত কোনো গুরুত্বপুর্ণ ডাটা অনেক সময়ই আমাদের পিসি থেকে ডিলিট হয়ে যায়, পরবর্তীতে সেই ডাটার প্রয়োজন হলে বেশ বিপদে পরতে হয় কারণ recycle bin থেকে ডিলিট করলে সেই ডাটা আর সাথে সাথে রিকভার করা যায় না। তবে অনেক বছর ধরেই অনেক ধরনের Data Recovery Software রয়েছে। আজকে আলোচনা করা হবে iTop Data Recovery Software এর । টেস্ট করে দেখার চেষ্টা করবো যে প্রকৃতপক্ষে এই ডাটা রিকভারি সফটওয়্যারটি কতটুকু কার্যকরী।

iTop Data Recovery

সফটওয়্যারটি ব্যবহার করে দেখার আগে এর ইউজার ইন্টারফেস,Look নিয়ে একটু কথা বলা যাক। iTop Data Recovery সফটওয়্যারটির User interface আমার কাছে অনেক Clean ও সাদামাটা মনে হয়েছে। প্রথমত এখানে অপশনগুলো জটিল আকারে উপস্থাপন করা হয়নি, চালু করা মাত্রই বড় করে scan option চোখে পরে।

blue color এর theme এ বিল্ড করা এই সফটওয়্যারটির home এ scan এর নিচেই পেয়ে যাবেন scan location গুলো। এখান থেকে স্ক্যান করার আগে কোথা থেকে কোন লোকেশনে স্ক্যান করা হবে lost file তা সিলেক্ট করে দেওয়া যাবে, কম্পিউটারে সংযুক্ত সকল drive এর partition গুলো এখানে থাকবে। এর ডানেই রয়েছে search by file type এর সেকশন, এখানে সবধরনের ফাইল এর খোজ না করে যদি কোনো নির্দিষ্ট ধরনের ফাইল খুজতে চাওয়া হয় সেক্ষেত্রে Pictures, videos, documents, music ইত্যাদি ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দিলেই হবে।

এই software টির সবথেকে বড় সুবিধার দিক আমার কাছে মনে হয়েছে এর using procedure । ফাইল লোকেশন, টাইপ সিলেক্ট করে scan এ ক্লিক করলেই হয়ে গেলো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর। স্ক্যান শেষ হলে recoverable ফাইল গুলোর লিস্ট দেবে এটি।

লিস্ট থেকে যে ধরনের ফাইল হারিয়েছে, অর্থাৎ picture/music/program/video এই ভাবে ফাইল টাইপ অনুসারে ও এক্সটেনশন অর্থাৎ jpg, png, m4a, mp3, exe, msi, mp4, mkv, flv ইত্যাদি এক্সটেনশন অনুসারে ভাগ করে লিস্ট দেখায় iTop Data Recovery Software টি। এখান থেকে নিজের প্রয়োজন মত ফাইল টাইপ /এক্সটেনশন এর লিস্টে গিয়ে ফাইল খুজতে হবে। প্রতি ক্ষেত্রেই ফাইল এর ডিলিট এর তারিখ, detailed location ,ফিরে পাওয়ার সম্ভাবনা লেখা থাকে।ফাইল type/extension এর পাশাপাশি ফাইল লোকেশন আকারেও লিস্ট পাওয়া যাবে। সেখান থেকেও খোজা যাবে ফাইল।