বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পর থেকে শাকিরা ও জেরার্ড পিকের মাঝে বাড়ছে তিক্ততা। সুযোগ পেলেই প্রাক্তনকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভালোবাসার জন্য ত্যাগ-তিতিক্ষা, বিচ্ছেদ ও সিঙ্গেল মাদার হিসেবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বিলবোর্ডের বরাতে জানা যায়, ওই সাক্ষাৎকারে পিকের সঙ্গে দীর্ঘ ১১ বছরের রোমান্টিক অধ্যায় নিয়ে মুখ খুলেছেন শাকিরা। তিনি বলেন, ‘দীর্ঘদিন আমি নিজের ক্যারিয়ারে বিরতি দিয়ে জেরার্ডের পাশে ছিলাম, যেন সে ফুটবলে মনোযোগ রাখতে পারে। ভালোবাসার জন্য প্রচুর স্যাক্রিফাইস ছিল।’
দাম্পত্য জীবনে মিলান ও শাশা নামে দুই সন্তানের বাবা-মামা এই সাবেক তারকাযুগল। ২০২২ সালের জুনে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। তখন এক যৌথ বিবৃতিতে শাকিরা-পিকে বলেন, ‘সন্তানরাই এখন আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। তাদের ভালোর জন্য আপনারা এই প্রাইভেসিকে সম্মান করবেন। বোঝার জন্য ধন্যবাদ।’
সিঙ্গেল মাদার হিসেবে শাকিরার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘একদিক থেকে স্বামী না থাকাই ভালো… কারণ আমার মনে হয়েছে এটা আমাকে টেনে নামিয়েছে। এখন আমি কাজ করতে পারছি, গান লিখতে পারছি। গান বানাতে পারছি। এটা আমার জন্য ভীষণ জরুরি, যা আগে বুঝিনি কখনও।’
তিনি আরও বলেন, ‘সমাজ আমাদের শেখায় সন্তানদের সামনে নিজেদের আবেগ চেপে রাখার জন্য। কিন্তু আমার মনে হয় এটা ভুল। কারণ তারা সব বোঝে। তাদের সামনে এসব বিষয় নিয়ে কথা বললে তারা বাস্তবতা সম্পর্কে বুঝতে শিখবে। শিশুরা বুঝতে পারে বড়রা যখন তাদের সামনে মিথ্যা বলে। তারা সত্যটা জানতে চায়।’
এদিকে, দীর্ঘ ৭ বছর বিরতির পর শুক্রবার (২২ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে শাকিরার দ্বাদশ অ্যালবাম ‘উইমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’। আর এই বিরতির জন্য স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের ঘাড়ে দায় চাপিয়েছেন এই কলম্বিয়ান পপতারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।