নকিয়া Nokia 1100 Mini Nord প্রথম দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো ফোন

Nokia 1100 Mini Nord

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এক সময় বিশ্বের মোবাইল প্রস্তুতকারক কোম্পানিদের মধ্যে সেরা বলে গণ্য করা হতো নকিয়াকে। মাঝে স্মার্টফোনের জমানায় অনেকটাই পিছিয়ে পড়েছিল তারা। এখন আবার ধীরে ধীরে বাজার দখল করার লড়াইয়ে ফিরেছে এই নামী কোম্পানি। আজ আমরা আলোচনা করবো কোম্পানির অন্যতম সেরা ফোন Nokia 1100 Mini Nord নিয়ে।

Nokia 1100 Mini Nord

নকিয়া কোম্পানি এখন পর্যন্ত একাধিক ফিচার সহ অনেক মোবাইল ফোন তৈরি করেছে। যা নকিয়া ভক্তরা খুব পছন্দ করেছেন। নকিয়া কোম্পানি দুর্দান্ত ফিচার এবং তাক লাগানো ডিজাইন সহ মোবাইল ফোন তৈরি করে থাকে সাধারণত। নকিয়া কোম্পানির স্মার্টফোনের আরেকটি বিশেষ দিক হল, ক্যামেরা থেকে শুরু করে সব ফিচারই এই কোম্পানির স্মার্টফোনে ভালো মানের পাওয়া যায়।Nokia 1100 Mini Nord তেমনই একটি প্রোডাক্ট। নকিয়ার স্মার্টফোনে যেমন শক্তিশালী ব্যাটারি পাওয়া যাচ্ছে তেমনি ক্যামেরাও দারুণ হচ্ছে। নকিয়ার ৬২০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ সহ ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এই ফোনে।

নকিয়া ১১০০ মিনি নর্ড ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার সেন্সর এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং স্ন্যাপার। ব্যাটারির দিক থেকে এই ফোনটি বাজারের অন্যতম সেরা স্মার্টফোন। নকিয়া ১১০০ মিনি নর্ড ডিভাইস অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলে। সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং শ্যুটার দিয়েছে কোম্পানি। ৬২০০ এমএএইচ ব্যাটারি ফোনটিতে পাওয়ার সাপ্লাই করে অনবরত।

তিনভাবে জানতে পারবেন এসএসসির রেজাল্ট

নকিয়া ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। রয়েছে ৩.৭ ইঞ্চি অ্যামোলেড, যার রেজোলিউশন ২কে এবং একটি বিশেষ কয়ারটি কীবোর্ড রয়েছে। দুর্দান্ত অপটিক্স সিস্টেম ফোনটির অন্যতম বৈশিষ্ট্য। মেমরি ইউনিটের জন্য, নোকিয়া ডিভাইসটিতে ৮ গিগাবাইট RAM এবং ২৫৬ গিগাবাইট রম দিয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়।