ব্যবসা নয় এটা ব্যক্তিগত, কেন বললেন শাহরুখ

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : পাঠান সিনেমার সাফল্যে রীতিমতো উড়ছেন শাহরুখ খান। শত শত কোটি রুপি আয় করে পাঠান ভেঙেছে একের পর এক রেকর্ড। এবার পাঠানের সফলতায় তিনি ভক্তদের ধন্যবাদ দিয়েছেন।

শাহরুখ খান

এক টুইটে শাহরুখ খান বলেছেন, ‌‘এটা কেবল ব্যবসা নয়… এটা কট্টরভাবে ব্যক্তিগত।’

তিনি আরও বলেছেন, ‘মানুষকে হাসানো ও বিনোদিত করা আমাদের কাজ। যদি আমরা এটাকে ব্যক্তিগতভাবে না নেই, তবে এটা কখনোই সম্ভব (মানুষকে খুশি বা বিনোদিত করা) নয়।’

এ সময় বলিউড বাদশাহ আরও বলেন, ‘যারা পাঠানকে ভালোবেসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। যারা সিনেমাটিতে কাজ করেছেন তাদের জন্যও ভালোবাসা। প্রমাণ হয়েছে পরিশ্রম করলে সফলতা আসে, পরিশ্রম এখনও জারি রয়েছে।’

পাঠানের হিন্দি ভার্সন এরই মধ্যে ভারতে ৫১৮ কোটি রুপি আয় করেছে। সবমিলিয়ে ভারতে পাঠানের আয় ৫৩৬ কোটি রুপি।

সূত্র: এনডিটিভি

আহত দেব এখন কেমন আছেন