বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ গতকাল শুক্রবার রাত ৮টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত এই সময়ে প্রচার হয়নি অনুষ্ঠানটি। ‘ইত্যাদি’ প্রচার না হওয়া নিয়ে এর নির্মাতা হানিফ সংকেত তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি জানিয়েছেন, সুহৃদ, অনিবার্য কারণে আজ (২৮ জুলাই) রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার নির্ধারিত ইত্যাদির মুন্সিগঞ্জ পর্বটি প্রচার করা হয়নি। আমরা জানি মুন্সিগঞ্জের দর্শকদের মতো দেশ-বিদেশের অসংখ্য দর্শক ‘ইত্যাদি’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কারণ এই প্রচার সময়টি টেলিভিশনে প্রচারিত প্রোমো, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনসহ আমাদের বিভিন্ন ফ্যান পেজ থেকেও উল্লেখ করা হয়েছিল।
তিনি আরও লিখেছেন, আপনারা নির্দিষ্ট সময়ে ‘ইত্যাদি’ দেখতে না পারায় আমরাও আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, তাই প্রচার সময়সূচি পরিবর্তনের ব্যাপারে ফাগুন অডিও ভিশনের কিছুই করার থাকে না। কর্তৃপক্ষই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
‘কাভালা’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
আজ শনিবার হানিফ সংকেত আরও একটি পোস্টে এক কথা জানান। সেখানে তিনি তুলে ধরেন- অনুষ্ঠানটি আজ শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।