সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, ‘২.৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট ফাঁস হয়েছে’। তবে গুগল জানাচ্ছে, এ খবর বিভ্রান্তিকর। গুগল ক্লাউড বা জিমেইল কোনো সাইবার হামলার শিকার হয়নি। যদিও হ্যাকাররা এখন সরাসরি ফোন কলের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা সত্যিই উদ্বেগজনক।
গুগলের দাবি অনুযায়ী, অ্যাকাউন্ট হ্যাকিং প্রচেষ্টা দ্রুত বাড়ছে এবং সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ফোন কলের মাধ্যমে জিমেইল হ্যাক করা। গুগল স্পষ্ট জানিয়েছে—তারা কখনোই কোনো ব্যবহারকারীকে ফোন করে পাসওয়ার্ড রিসেট করতে বলে না বা সমস্যার সমাধানের জন্য কল করে না।
প্রতারণার কৌশল
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রোটন জানিয়েছে, প্রতারকেরা নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে ফোন করেন। প্রায়ই তারা +১ (৬৫০) ২৫৩-০০০০ নম্বর ব্যবহার করেন, যা গুগলের অফিসিয়াল সদর দপ্তরের নম্বর হলেও প্রতারকেরা এটিকে স্পুফ করে ব্যবহার করছে।
একজন ভুক্তভোগীর অভিজ্ঞতায় জানা যায়, একজন ক্যালিফোর্নিয়ান উচ্চারণে কথা বলা ব্যক্তি ফোন করে দাবি করেন যে তার জিমেইল অ্যাকাউন্টে বাইরের কেউ প্রবেশের চেষ্টা করছে। এরপর তাকে পাসওয়ার্ড রিসেট করতে বলা হয়। ব্যবহারকারী যদি এতে ফাঁদে পড়ে, তবে হ্যাকার সঙ্গে সঙ্গে তার জিমেইল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
প্রতারণা কীভাবে ঘটে
১. প্রথমে হ্যাকাররা আন্তর্জাতিক অবস্থান থেকে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করে।
২. ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক তৈরি হলে কয়েক দিন পর গুগলের নাম ভাঙিয়ে ফোন কল করে।
৩. মূল উদ্দেশ্য থাকে—পাসওয়ার্ড রিসেট করিয়ে অ্যাকাউন্ট দখল করা।
প্রতারণা ঠেকাতে করণীয়
- এমন ফোন কল পেলে বুঝতে হবে এটি একটি স্ক্যাম।
- কোনো লিংকে ক্লিক না করে সরাসরি জিমেইলে গিয়ে লগইন করুন।
- সিকিউরিটি অপশন থেকে Review Security Activity দেখে নিন।
- কোনো সন্দেহজনক লগইন না থাকলে চিন্তার কিছু নেই।
নিরাপদ থাকার উপায়
- এসএমএস-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাদ দিয়ে অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করুন।
- পাসকি যুক্ত করুন।
- শক্তিশালী, অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন।
এই পদক্ষেপগুলো অনুসরণ করলে জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব।
তথ্যসূত্র : ফোর্বস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।