বিনোদন ডেস্ক : মিডিয়ায় ‘সুইসাইড’ বেড়ে যাওয়ার প্রসঙ্গে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশার কাছে তার ব্যক্তিগত অভিমত জানতে চাওয়া হয়। সংবাদমাধ্যমে এ প্রশ্নের উত্তর দিলেও এমন প্রশ্নের উত্তর আর দ্বিতীয়বার দেবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সংবাদমাধ্যমে তিশার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি মিডিয়ায় অভিনয়শিল্পীদের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। আর এ ডিপ্রেশন থেকে অনেকেই সুইসাইড করছেন। এ থেকে উত্তরণের উপায় কী বলে মনে করেন আপনি?
এমন প্রশ্নে তিশা জানান, ‘আমি সব সময় মিডিয়ায় কথা বলতে চাই, আমার কাজ নিয়ে। এর বাইরে কোনো বিষয়ে মন্তব্য আমি করতে চাই না। আশা করি, এ প্রশ্ন এবারই প্রথম আর এবারই শেষ করা হবে আমাকে।’
এরপরই প্রশ্নের উত্তর প্রসঙ্গে তিশা বলেন, ‘যেহেতু আমাকে প্রশ্ন করে ফেলেছেন, তাই এবারই প্রথম আর এবারই শেষবারের মতো উত্তর দিচ্ছি। ডিপ্রেশন থেকে কোনো অভিনয় শিল্পীর সুইসাইড করাটা আসলেই দুঃখজনক। তবে আমি বলব, এ সমস্যাটা শুধু মিডিয়াতে বেড়েছে এমনটা নয়। এ ধারণাটাই ভুল।’
এ প্রসঙ্গে তিশা আরও বলেন, ‘প্রথমত ডিপ্রেশন থেকে সুইসাইড করা সবচেয়ে বড় ভুল আমি মনে করি। আর এটা যারা করছেন, তারা শুধু মিডিয়ায় নয়, আমি মনে করি বাংলাদেশের অনেক জায়গায় তারা এ ভুল করছেন। কিন্তু আমাদের সেটা চোখে পড়ছে না। আমাদের চোখে শুধু মিডিয়ায় কী হচ্ছে সেটা চোখে পড়ছে।’
এমন ভুল ধারণা থেকে সবাইকে বের হওয়ারও অনুরোধ জানান তিশা। নেগেটিভ বিষয়গুলো থেকে বের হয়ে সবার পজিটিভ বিষয়গুলো বেশি চিন্তা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।