গৃহশিক্ষকের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছিলেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক : টালিউড কুইন কোয়েল মল্লিক। রূপে-গুণে-অভিনয়ে রাজত্ব করে যাচ্ছেন টালিউড ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। এক সন্তানের মা হয়েও এখনো আকর্ষণীয় ফিগারে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক

টালিউডের এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশ পছন্দ করেন। তবে বনি সেনগুপ্তর সঙ্গে এক টিভি শো-র আড্ডায় নিজের জীবনের নানা অজানা দিক তুলে ধরনের কোয়েল মল্লিক। বনি কোয়েলকে প্রশ্ন করেন, তোমাকে নাকি গৃহশিক্ষক প্রেমের প্রস্তাব দিয়েছিল? সেটা শোনামাত্রই রীতিমতো চমকে যান কোয়েল। পাল্টা অভিনেত্রী বলেন, তোমার সোর্স এটাও জানে, তারপরই হাসিতে গড়িয়ে পড়েন কোয়েল। এবং নিজেই পুরো বিষয়টি খুলে বলেন।

কোয়েল মল্লিক জানান, সে সময় তিনি ক্লাস সেভেনে পড়েন। তার গৃহশিক্ষক একদিন পড়াতে এসে কোয়েলকে বলেছিলেন তাকে আজ একটা কথা বলবেন। তার আগে পড়া শেষ করতে হবে। পড়া শেষে তার গৃহশিক্ষক তাকে বলেন, সেই থ্রি ম্যাজিকেল ওয়ার্ডস। স্যারের মুখ থেকে এই কথা শুনে কোয়েলের মুখ নাকি ছোট হয়ে গিয়েছিল। রীতিমতো ভয় করতে শুরু করেছিল তার। তবে কোয়েলের স্যার সেদিন আর কোনো কথা না বলে সোজা নিচে নেমে গিয়েছিলেন।

এরপর শিক্ষক চলে যেতেই কোয়েল তার মা-কে সবটা বলে দিয়েছিল। সেদিনের ঘটনা জানার পর থেকে কোয়েলের মা আর সেই শিক্ষককে পড়াতে আসতে দেননি। তবে কোয়েল আরও জানান, এ বিষয়ে তার বাবার সঙ্গে আর কোনো কথা হয়নি। তবে তার মা নিশ্চয়ই তার বাবাকে বলেছিল।

ছোট্ট মেয়েটি জানে না তার মা কেন পাগলের মতো নেচেছে : আনুশকা

স্বামী, বাচ্চাকে নিয়ে সানন্দে সংসা করে যাচ্ছেন, সেই সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। বাংলার পাশাপাশি ওড়িয়া সিনেমায়ও অভিনয় করেছেন কোয়েল। প্রেমী নম্বর ১ এবং মহানায়ক নামের দুটি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন।