প্রযোজকের যে প্রস্তাব শুনে ক্ষেপে গেলেন সালমান খান

সালমান খান

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ‘গডফাদার’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। মোহনলাল ও পৃথবীরাজ সুকুমারনের ছবি ‘লুসিফার’ ছবির অফিসিয়াল রিমেক এটি। কোনো পারিশ্রমিক দাবি না করে এবং চিত্রনাট্য না পড়েই ছবিটি করতে রাজি হয়েছিলেন সালমান। রাজি হওয়ার আগে মূল ছবিটিও দেখেননি তিনি।

সালমান খান

গডফাদার ছবির পরিচালক মোহন রাজা সালমানকে ছবিতে চেয়েছিলেন। পরে চিরঞ্জীবী সালমানকে প্রস্তাব দেন। সালমান সঙ্গেই রাজি হন এবং ডেট ঠিক করতে লোক পাঠাতে বলেন। পরে চিরঞ্জীবীর ছেলে রাম চরন সালমানের সঙ্গে দেখা করেন। মেগাস্টার চিরঞ্জীবী জানান, ছবিতে অভিনয়ের জন্য অর্থ দিতে চাওয়ায় প্রযোজকের ওপর নাখোশ হয়েছিলেন বলিউডের ‘দাবাং’ খ্যাত এ তারকা।

মুখ খুললেন পূজা চেরি, যা বললেন ফেসবুক স্ট্যাটাসে

এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী জানান, ‘আমাদের প্রযোজক তার কাছে গিয়ে পারিশ্রমিক দিতে চেয়েছিল। সেটা কত তা না জেনেই সালমান বললো, তুমি রাম (রাম চরন) ও চিরঞ্জীবীর প্রতি আমার ভালোবাসা অর্থ দিয়ে কিনতে পারবে না। এখান বেরিয়ে যাও (গেট লস্ট)’।