অনন্ত-রাধিকা যে রীতিতে বিয়ে করলেন

Radhika

আন্তর্জাতিক ডেস্ক : রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। তিন ছেলে-মেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত।

Radhika

দুটি প্রাক-বিবাহ অনুষ্ঠান সেরে শুক্রবার (১২ জুলাই) গুজরাটি রীতিতে মালা বদল করলেন অনন্ত-রাধিকা। অবশেষে চার হাত এক হলো তাদের। বিয়েতে আইভরি রংয়ের লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। অন্যদিকে হালকা রঙের পোশাকেই বর সেজেছিলেন অনন্ত।

এদিন বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, হলিউড তারকাদের নিয়ে জমে উঠেছিল নবদম্পতির বিয়ের আসর। শুধু বর-কনেই নয়, নজরকাড়া সব লুকে হাজির হয়েছিলেন তারকারা।

ইতোমধ্যে অনন্ত ও রাধিকার বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ের পর বর-কনের হাস্যোজ্জ্বল মুখ রীতিমতো নজর কাড়ে সবার। বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা। এ মুহূর্তটিকে সুরের জাদুতে আরও আবেগী করে তোলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

সাহসী দৃশ্যে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে একা দেখুন

অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী ১৪ জুলাই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।