রণবীর সিং সরে দাঁড়ানোর পর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বইছে আলোচনার ঝড়। বলিউড ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠেছে, নিজের আইকনিক চরিত্রেই ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাতে ফেরার বিষয়ে নীতিগতভাবে রাজি হলেও কিছু শর্ত রেখেছেন বলিউড বাদশাহ।

অভিনয়ের জন্য শাহরুখের প্রধান শর্ত এই প্রজেক্টে যুক্ত করতে হবে একজন দক্ষিণী পরিচালককে। তার বিশ্বাস, দক্ষিণী নির্মাতার হাত ধরে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে আসতে পারে নতুন মাত্রা ও ভিন্ন স্বাদ। সে কারণেই পরিচালকের তালিকায় তার প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নাম।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। শাহরুখের শর্তে পরিচালক ফারহানের প্রতিক্রিয়া নিয়ে বেশ উদগ্রীব অনুরাগীরা। অন্যদিকে, ‘ডন থ্রি’তে কাজ না করার কারণ হিসেবে রণবীর সিং জানিয়েছেন, সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ‘ধুরন্ধর’র মতো অ্যাকশন ঘরানায় কাজ করার পর টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি এ অভিনেতা।
‘ডন থ্রি’-তে মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, তিনিও সরে এসেছেন প্রকল্পটি থেকে। তার পরিবর্তে কৃতি শ্যাননকে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা জল্পনা। বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই নাকি প্রত্যাখ্যান করেছেন প্রস্তাবটি।
অমিতাভ বচ্চনের পর ‘ডন ২’তে গ্যাংস্টার চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহরুখ খান। তার শর্ত এবং সম্ভাব্য নির্মাতা পরিবর্তনের খবরে ইতোমধ্যেই বেশ সরগরম নেটদুনিয়া, একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র পরিবর্তনের কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


