বিনোদন ডেস্ক : একটা সময়ে বলিউড হোক বা টলিউড সবেতেই দাপিয়ে অভিনয় করেছেন তিনি। বলতে গেলে ৯০ দর্শকে একের পর এক সুপার হিট ছবি উপহার হিসেবে দিয়ে দর্শকদের মনে অতি সহজে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু কে এই অভিনেত্রী? তিনি আর কেউ নন হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফারহিন প্রভাকর। তবে, সেই সময় একাধিক হিট ছবিতে তাঁর দেখা মিললেও সময়ের স্রোতে বর্তমানে অভিনয় জগত থেকে হারিয়ে গিয়েছেন তিনি। তাই চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন অভিনেত্রী ফারহিন প্রভাকর সম্বন্ধে বিস্তারিতভাবে-
১৯৯২ সালে মুক্তি পেয়েছিল দীপক ভলরাজ ভিজ পরিচালিত ‘জান তেরে নাম’ ছবিটি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রনিত রায় এবং তাঁর বিপরীতে ছিলেন ফারহিন প্রভাকর। আর সর্বপ্রথম এই ছবির মাধ্যমে বলিউড জগতে আত্মপ্রকাশ ঘটেছিল এই অভিনেত্রীর সেই সঙ্গে এই ছবির ‘কাল কলেজ ব্যান্ড হো যায়েগা’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘নাজার কে সামনে’ ছবিটি।
যেখানে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া হিন্দির পাশাপাশি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন ফারহিন। ‘ফৌজ’, ‘আগ কা তুফান’এর মতো একাধিক হিট ছবি ঝুলিতে থাকা সত্বেও ইন্ডাস্ট্রি থেকে সরে যান এই অভিনেত্রী।
১৯৭৩ সালে তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ হয় ফারহিন খানের। তারপর ক্রিকেট মনোজ প্রভাকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি এবং বিয়ের পর থেকে আর অভিনয় জগতে দেখা মেলে না তাঁর।
তবে, বর্তমানে তাকে অভিনয় জগতে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ফারহিন। তাঁর নিজস্ব নামেই রয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যেখানে হামেশাই নিজের সহ পরিবারের বিভিন্ন ছবি ছাড়া করে থাকেন তিনি। সম্প্রতি, এবারও একটি নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর ঠিক আগের মতো এবারো তাঁর রূপের জাদুতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।