রিলিজ হলো সাহসী দৃশ্যে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।

Jaanch Padtaal

বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়।

Jaanch Padtaal | Desi kisse | Part - 2 | Ullu Originals | Official Trailer | Releasing on: 9th May

প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়। আজকের এই প্রতিবেদনে এমনই এক ওয়েব সিরিজের কথা জানাবো যা রিলিজ করেছে উল্লু অ্যাপে। আর অন্যান্য সিরিজের মতই এই ওয়েব সিরিজ রিলিজ করতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

গোপনে রোমান্স করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কার্তিক

উল্লুর নতুন এই ওয়েব সিরিজটির নাম হল ‘জাঞ্চ পারতাল’ পার্ট ২। এর আগে প্রথম পার্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ওয়েব সিরিজপ্রেমীরা তাড়িয়ে উপভোগ করেছিল এর প্রথম পর্ব। তাতেও ছিল মুহূর্তে মুহূর্তে বেডসিন। এর প্রথম পার্ট এ দেখানো হয়েছে যে একটি মেয়ে তার প্রতিবেশীর ছেলেকে বই দেওয়ার অজুহাতে গোপনে দেখা করে এবং তার সাথে অবৈধ শারীরিক সম্পর্কও করে। এরপর অন্য কোনো ছেলের সঙ্গে তার বিয়ে হয়। এর ২য় পর্বও একইভাবে শুরু হয়। যেটিতে বলা হয়েছে যে ছেলেটির ভাই তাকে বিয়ে করে তাঁকে অন্তঃসত্ত্বা করে।