বিনোদন ডেস্ক : অভিনেত্রী জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দিয়েছে টেলিভিশন নাটকদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের নেতারা। আজ রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত। এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে শুটিং বন্ধ করে দেন ১০-১২ জনের সংগঠনের একটি দল।
এই দলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ছিলেন।
বক্তব্য নেওয়ার জন্য সাগরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। বিষয়টি জেবা জান্নাতই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিরেক্টর গিল্ডসের ১০ জন এসে আমাদের শুটিং বন্ধ করে দেন। তারা এখানে অবস্থান নেন।
৪-৫ ঘণ্টা ছিলেন। আমাদের ডিরেক্টর আজিজুল হককেও নিষেধ করে দেন যেন শুটিং না করে। তারা এখানে বসে বিড়ি সিগারেট খেয়ে তারপর চলে যান। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে।
আমরা আবার শুটিং করেছি।’
জেবা অভিনয় শিল্পী সংঘকে বিষয়টি জানিয়েছিলেন। তারা জেবাকে শুটিং চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন জানিয়ে জেবা বলেন, ‘আমি সংগঠনকে (অভিনয় শিল্পী সংঘ) জানিয়েছি। তারা আমাকে শুটিং চালিয়ে যেতে বলেছেন। আমার শুটিং চলবে।
অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে গত ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি। কিন্তু জেবা শুটিং অব্যাহত রেখেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।