জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা সমাপনী উৎসবের ঐতিহ্যের অংশ ‘রাজা-রানি’ নির্বাচন। বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাপনের পর উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাস ছেড়ে যান শিক্ষার্থীরা। এই আয়োজনের প্রথম এবং প্রধান আকর্ষণ থাকে সমাপন-ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাজা-রানি নির্বাচন।
জাবি ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা পদে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শফি কামাল বিপ্লব ও রানি পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি নির্বাচিত হয়েছেন। তাদের প্রাপ্তভোট যথাক্রমে ৬৩৭ ও ৫৩৫টি।
শুক্রবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে ভোটগ্রহণ শুরু হয়। এরপর রাত ৯টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।
এবারের নির্বাচনে রাজা-রানি পদে দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজা পদে যে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিপ্লব হোসাইন এবং রানি পদে দর্শন বিভাগের শিক্ষার্থী তাসলিমা খান পন্নী। তাদের প্রাপ্তভোট সংখ্যা যথাক্রমে ৩২৬ ও ৪১৪টি।
৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় ২ হাজার ২৩৭ জন। সেখানে মোট ভোট পড়েছে ৯৬৯টি। রাজা পদে ৩টি এবং রানি পদে দুটি ভোট বাতিল হয়েছে। রানি পদে শূন্য ভোট পড়েছে ১৫টি।
নির্বাচন কমিশনার মো: আবু সায়েম হৃদয় বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোটকেন্দ্রে এসেছেন। নামাজের পর ভোটারসংখ্যা আরও বেড়েছে।
প্রধান নির্বাচন কমিশনার তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার অনেকের চাকরির পরীক্ষা থাকায় ভোটার সংখ্যা কিছুটা কম ছিল। বিকালে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে। অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে।
প্রসঙ্গত, জাবির শিক্ষা সমাপনী উৎসবের অন্যতম অনুষঙ্গ হিসেবে রাজা-রানিই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বিদায়ী শিক্ষার্থীরা সমাপনী উৎসবের অংশ হিসেবে রাজা-রানি নির্বাচন করেন। এতে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে রাজা-রানি পদের জন্য প্রার্থী হন এবং একই ব্যাচের শিক্ষার্থীরা ভোট প্রদান করে রাজা-রানি নির্বাচন করেন। জানা যায়, ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।