বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়া সংগীত ইন্ডাস্ট্রির আলোচিত গীতিকার ও সংগীতশিল্পী জ্যাক কলওয়েল মারা গেছেন। গত ৩ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৪ বছর বয়স হয়েছিল এ গায়কের। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
সংগীতশিল্পী কলওয়েল ছিলেন একজন দক্ষ শিল্পী ও সংগীতজ্ঞ ব্যক্তি। যিনি ক্যারিয়ারের অধিকাংশ সময়ই সংগীত শিল্পে কাজ করেছেন। স্বল্প সময়ের ক্যারিয়ারে তুলনামূলক ছোট প্রোজেক্টের কাজে দেখা যায়নি তাকে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালে মাত্র একটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন গায়ক কলওয়েল। ‘সোয়ানড্রিম’ নামের অ্যালবামটিতে জায়গা করে নিয়েছে ১২টি গান। এর চতুর্থ গান ‘ডোন্ট ক্রাই দোজ টিয়ার্স’ ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল ওই সময়।
এদিকে তরুণ এ গায়ক মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পেজে এক পোস্টে জানিয়েছিলেন, দীর্ঘ প্রতীক্ষিত ফলোআপ অ্যালবামটি প্রকাশের খুব বেশি সময় বাকি নেই।
এ তারকা তখন লিখেছিলেন, ‘হ্যালো সবাই, শিগগিরই কিছু সংগীত প্রকাশের জন্য মুখিয়ে আছি আমরা। গানগুলোর মিক্সডের কাজ প্রায় শেষ এবং মাস্টারিং বুক করা হয়েছে। আমি বহুকাল ধরে বলে আসছি, LP2 আপনাদের সঙ্গে থাকবে এবং সেই দিন খুব বেশি দূরে নয় ‘
গত ২৪ সেপ্টেম্বর ফেসবুকে এসব লিখেছিলেন গায়ক কলওয়েল। তবে তার মৃত্যু হওয়ায় এখন ওই অ্যালবামটি মরণোত্তর প্রকাশ করা হবে কিনা, সেটি এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।