বিশ্ব নন্দিত বরেণ্য অভিনেতা জ্যাকি চ্যান। মার্শাল আর্টসের কারিকুরি আর কৌতুকপূর্ণ অভিনয়ে বুঁদ হয়ে থাকেন কোটি কোটি ভক্ত। সোমবার (১০ নভেম্বর) বিকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে—“৭১ বছর বয়সে মারা গেছেন জ্যাকি চ্যান।” তার মৃত্যুর খবরে হতবাক হয়ে যান নেটিজেনরা।

জ্যাকি চ্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার মৃত্যুর খবর জানানো হয়। একটি ছবিতে দেখা যায়, অসুস্থ জ্যাকি চ্যান হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। এ ছবির ওপরে লেখা হয়েছে, “বিশ্বের সবচেয়ে প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, আমাদের সবার হৃদয়ের মানুষ, বিশেষ করে এই প্রজন্মের যোগ্য একজন অভিনেতা, কুংফু খেলোয়াড়, মজার হাসির মানুষ জ্যাকি চ্যান আজ আমাদের মাঝ থেকে চলে গেছেন।”
মূলত, এভাবেই জ্যাকি চ্যানের মৃত্যুর খবর অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তারপর জ্যাকির ভক্তরা উদ্বেগের সঙ্গে জানতে চান, “জ্যাকি চ্যান কী মারা গেছেন?”, “জ্যাকি চ্যান মারা গেছেন?” ‘জ্যাকি চ্যানের মৃত্যু।”—এসব প্রশ্ন গতকাল সন্ধ্যায় গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। কিন্তু সত্যি কী মারা গেছেন জ্যাকি চ্যান?
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকি চ্যান মারা যাননি। তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন গ্রোক জানিয়েছে, “জ্যাকি চ্যান মারা যাননি। এটা গুজব। জ্যাকি চ্যান জীবিত এবং ভালো আছেন। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জ্যাকি চ্যানের ছবিগুলো এআই দিয়ে তৈরি করা।
এবারই প্রথম নয় ২০১৩ সালে জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে মিথ্যা খবর উড়িয়ে দেন এই অভিনেতা। এবারো জ্যাকি চ্যানের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



