বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের নির্মাতা ও অভিনেতা জ্যাকি ভগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। বুধবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকতে পাঞ্জাবি আর সিন্ধি—দুই রীতি মেনে বিয়ে করেন তারা।
বিয়ের দিনের লেহঙ্গার জন্য ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে বেছে নিয়েছিলেন রাকুল। আইভরি রঙের লেহঙ্গা পরেছিলেন নায়িকা। সম্পূর্ণ লেহঙ্গা জুড়ে ছিল হাতের কাজ। বসন্ত মানেই রঙিন প্রকৃতি। এই সময় চারদিকে দেখা যায় ফুলের সমাহার। সেই ফুলের সঙ্গে রঙ মিলিয়েই লেহঙ্গা জুড়ে ছিল ফুলের কাজ।
ফুলস্লিভ বেবি পিংক ব্লাউজ, একই রঙের দুপাট্টা। হাতে গোলাপি রঙের চুড়ি, গলায় স্টোন সেটিং হার, টিকলি এবং মানানসই কানের দুল। সব মিলিয়ে রাকুলের সাজ ছিল একেবারে স্নিগ্ধ। একে প্রেমের মাস তার উপর বসন্তের হাওয়া। আর তাই এমন দিনের জন্য খুবই যথার্থ ছিল অভিনেত্রীর সাজ। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি। সূত্র: হিন্দুস্থান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।