বিনোদন ডেস্ক : অবৈধ টাকা লেনদেনের সঙ্গে জড়িত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নিশানায় রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। গতকাল বুধবার দিল্লি হাইকোর্টে এই মামলার চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম এসেছে জ্যাকলিনের।
গত কয়েকমাসে অভিনেত্রীকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সুকেশের কথিত ‘গার্লফ্রেন্ড’। ইডি সূত্র জানায়, অভিনেত্রীকে গ্রেপ্তার না করলেও তার বিদেশে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। অবশ্য এর আগেও তাকে দেশ ছাড়তে নিষেধ করেছিল ইডির বিশেষ আদালত। তবে শ্যুটিংয়ের কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন তিনি।
ইডি বলছে, সুকেশের কাছ থেকে মোট পাঁচ কোটি ৭১ লাখ টাকার উপহার পেয়েছেন জ্যাকলিন। এর মধ্যে ছিল ৫২ লাখ টাকার ঘোড়া, ৯ লাখ টাকার একটি পার্সিয়ান বিড়াল। এমনকি জ্যাকলিনের পরিবারের সদস্যরাও সুকেশের কাছ থেকে একাধিক উপহার পেয়েছেন। অন্যদিকে ২০০ কোটির মামলা প্রকাশ্যে আসার পরই জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।
তবে গতকালের ঘটনার পর জ্যাকলিন চুপ থাকলেও তার আইনজীবী প্রশান্ত পাতিলের দাবি, তার মক্কেল ষড়যন্ত্রের শিকার। এক বিবৃতিতে প্রশান্ত বলেছেন, ‘তদন্তকারী সংস্থাগুলোকে সর্বাত্মক সহায়তা করেছেন অভিনেত্রী। এখন পর্যন্ত যত সমন জারি করা হয়েছে, তিনি হাজিরা দিয়েছেন। সামর্থ্য অনুযায়ী দিয়েছেন সমস্ত তথ্য। এরপরও হেনস্থা করা হচ্ছে তাকে।’
বরিশালগামী চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন যাতায়াত ফ্রি ঘোষণা
প্রশান্তের মতে, ‘জ্যাকলিনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তদন্তকারী দলগুলো এটুকু বুঝতে পারছে না। জ্যাকলিন আরও বড় অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।