জ্যাকলিন ফার্নান্দেজের জন্য চরম দুঃসংবাদ

জ্যাকলিন ফার্নান্দেজের

বিনোদন ডেস্ক : অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজের। ঘনিষ্ঠ বন্ধু সুকেশ চন্দ্রশেখরের ২১৫ কোটি টাকার আত্মসাতের মামলায় জড়িয়ে গেছেন তিনি। অভিযোগপত্রেও উঠে এসেছে তার নাম। তার জেরে বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিনেত্রীর স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি। সেইসঙ্গে নিষেধাজ্ঞা আনা হয়েছে তার বিদেশযাত্রায়। তবে জ্যাকলিন জানিয়েছেন, তার বাজেয়াপ্ত সম্পদের সঙ্গে সুকেশের কোনো সম্পর্ক নেই। এসব তার নিজের হালাল উপার্জনে গড়া।

জ্যাকলিন ফার্নান্দেজের

এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী, তখনই তার থেকে বেশ কিছু দামি উপহার পান অভিনেত্রী।

এর পরই ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে আসেন জ্যাকলিন। এ মামলায় আরও জড়িয়ে পড়েন আইটেম তারকা নোরা ফাতেহিও। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডেকে পাঠিয়েছিল ইডি। জ্যাকলিনের দাবি, সুকেশের থেকে উপহার নিয়ে যেখানে নোরাকে সাক্ষী বানিয়েছে ইডি সেখানে কেন তাকে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে?

জ্যাকলিনের বক্তব্য, তার সমস্ত সম্পত্তিই সঠিক উপায়ে অর্জন করা। তার সমস্ত এফডি নিজের রোজগারের। এমনকি সেগুলো যখন জ্যকলিন করেছিলেন তখন তার সঙ্গে সুকেশের ন্যূনতম যোগাযোগও ছিল না।

জ্যাকলিনের ম্যানেজার বলেন, ‘ইডি যতবার তাকে ডেকেছে ততবারই জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন। এমনকি তার কাছে যা যা কাগজপত্র ছিল, তা সবই জমা দিয়েছেন। এর পরও তাকে ফাঁসানো হয়েছে। সুকেশের তোলাবাজির মামলার শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি ইডির ফাইল করা চার্জশিটে অভিযুক্ত হিসাবে পাওয়া যায় জ্যাকলিনের নাম। আদালত এখনও চার্জশিট গ্রহণ না করায় অভিনেত্রীকে এখনই গ্রেপ্তার করা যাবে না। তবে তাকে ভারতের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

চার্জশিট অনুযায়ী জ্যাকলিন ইডিকে বলেছেন, ‘আমি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সুকেশের সঙ্গে কথা বলছি। ২০২১ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর আমি আর তার সঙ্গে দেখা করিনি। তিনি আমাকে বলেছিলেন যে তিনি সান টিভির মালিক এবং জয়ললিতার পরিবারের সদস্য’।

বাবা-মেয়ে মিলে আমার ক্যারিয়ার শেষ করেছে : রণবীর শোরে

অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, তার বোন চন্দ্রশেখরের কাছ থেকে দেড় লাখ ডলার লোন নিয়েছিলেন এবং স্বীকার করেছেন যে তিনি অস্ট্রেলিয়ায় বসবাসকারী তার ভাইয়ের অ্যাকাউন্টে প্রায় ১৫ লাখ টাকা ট্রান্সফার করেছেন। এর আগে ইডি জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করেছিল।