২০০৯ সালে ‘আলাদিন’ দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ আর ‘রেস ২’-এর মতো হিট সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করেন নায়িকা। সবশেষে তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’ সিনেমায়, সেটিও দারুণ ব্যবসা করে চলেছে।
কিন্তু পর্দার বাইরে নায়িকার বেশ দুঃসহ জীবন কাটছে। কিছু ঝামেলা যেন পিছু ছাড়ছে না তার। আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় তাকে জোড়ানো হয়েছে। একাধিকবার জেরারও মুখোমুখিও হয়েছেন তিনি। তবে এসব ছাপিয়ে জানা গেল অভিনেত্রীর অবাক করা কাণ্ড।
এদিকে নামি অভিনেতা-অভিনেত্রীরা বিলাসিতায় একে অপরকে টক্কর দিয়ে থাকেন। দামি গাড়ি, বিদেশি ভিলা, প্রাইভেট জেট থেকে শুরু করে কত কিছুই না কেনেন, সংগ্রহে রাখেন। একরকম নীরব প্রতিযোগিতায় থাকেন তারা।
এবার সেই তালিকায় পিছিয়ে নেই জ্যাকুলিন ফার্নান্দেজ। ঝুটঝামেলার তোয়াক্কা না করে এবার ভিন্ন দিকে নজর দেন তিনি। নায়িকাদের গতানুগতিক প্রতিযোগিতার বাইরে সবাইকে ছাড়িয়ে একেবারে আস্ত একটা দ্বীপ কিনে ফেলেন অভিনেত্রী।
তিনি দীপিকা নন, প্রিয়াংকাও নন, আলিয়াও নন; তিনি হচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ শ্রীলংকান লাস্যময়ী নায়িকা নিজের দেশেই ২০১২ সালে কিনেছেন চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ। এটি শ্রীলংকার দক্ষিণ উপকূলের কাছাকাছি অবস্থিত। দাম প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৩৩ লাখেরও বেশি।
জানা গেছে, দ্বীপে বিলাসবহুল ভিলা তৈরির ইচ্ছা আছে তার। তবে সেটি নিজের আরাম-আয়েশের জন্য নাকি পর্যটকদের জন্য ‘আইল্যান্ড রিসোর্ট’ খুলবেন, সে রহস্য এখনো অজানা। আর এ দ্বীপের বুকে কোনো পার্টি হয়েছে কিনা কিংবা টাইগার শ্রফ বা সালমান খানের কেউ গোপনে বেড়িয়ে এসেছেন কিনা, সেসবও জানা যায়নি।
উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্ডেজের জীবনে জড়িয়ে আছে সুকেশ চন্দ্রশেখর। আর্থিক কেলেঙ্কারিতে জেলে থাকা অভিযুক্ত সুকেশ জেল থেকেও উপহারের বন্যা বইয়ে দিয়েছেন। হাজতবাসের পরও প্রিয়তমার প্রেমের কাছে তাবৎ নেশা ফিকে। প্রেম মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় সুকেশ চন্দ্রশেখর তার উদাহরণ। জেলে বসেই সুকেশ লিখলেন— তোমাকে খালি জড়িয়ে ধরতে ইচ্ছে করে। দ্রুত আসতে চাই তোমার কাছে।
একদফা দাবিতে কুবি প্রশাসনিক ভবনে তালা, আন্দোলনে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা
একদিকে যেমন জ্যাকুলিনের জন্য প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনই তার অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে লেখেন—দমা দম গানকে ভারতে এ বছরের সব থেকে সফল গান বানাতে হবে আপনাদের। বানাতে পারলে এখন থেকে ৯০ দিনের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া ১০ অনুরাগীকে ১ কোটি মূল্যের ফ্ল্যাট উপহার দেব আমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।