বিনোদন ডেস্ক : গেল বছর থেকেই বলিউড পাড়ায় জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে ভিন্ন সময়ে ভিন্ন কাহিনী রটে যাচ্ছে। অভিযোগ পালটা অভিযোগ তো ছিলই। যার রেশ আদালত পর্যন্ত গড়িয়েছে।
এবার বলিউড অভিনেত্রী জ্যাকলিন বলেছেন সুকেশ তার জীবন নরক বানিয়ে দিয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ২০০ কোটি রুপি তছরুপের মামলায় হাজিরা দিয়ে এ অভিযোগ করেন তিনি।
জ্যাকলিন বলেছেন, সুকেশ একজন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তার কাছে। সেই সঙ্গে সুকেশ বলেছে তিনি সান টিভির মালিক। তাদের অনেক কাজ শিডিউল করা আছে। সেখানে একসঙ্গে কাজ করা যাবে।
জ্যাকলিনের সঙ্গে জেল থেকে ভিডিও কলে কথা বলতেন সুকেশ। সেটা জ্যাকলিন জানতেন না। একটা কর্ণার থেকেই তিনি ভিডিও কল করতেন। সেখানে একটা সোফা রাখা ছিল আর পিছনে ছিল পর্দা। এমনকি সুকেশের কথা অনুযায়ী, দিল্লির এক লেখকের থেকে চিত্রনাট্য শুনে কাজ করতেও চেয়েছিলাম।
জ্যাকলিন বলেন, ২০২১ সালের ৮ অগস্টের পর সুকেশ আর তার সঙ্গে যোগাযোগ করেনি। তারপরই জানতে পারেন নিজেকে সরকারি অফিসার হিসেবে পরিচয় দেওয়ার কারণেই গ্রেপ্তার হন সুকেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।