ষড়যন্ত্রের শিকার জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ চাঁদাবাজির মামলায় ফেঁসে গেছেন। ২১৫ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ তার বিরুদ্ধে। মুম্বাইয়ের সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে জড়িয়ে গেছে অভিনেত্রীর নাম।

জ্যাকলিন ফার্নান্দেজ

শুধু তাই নয়, অভিযোগপত্রে চলে এসেছে জ্যাকলিনের নাম। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার আইনজীবী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

সূত্রের খবর, সুকেশের সাবেক বান্ধবী জ্যাকলিন। অবৈধ টাকা থেকে বহু দামি উপহার দিয়েছেন প্রেমিকাকে। বিষয়টি জানাজানি হতেই ডাক পড়ে অভিনেত্রীর। ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) দফতরে ডাকা হয় জ্যাকলিনকে। তবে অভিনেত্রী ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার আইনজীবী প্রশান্ত পাতিল।

এক বিবৃতিতে জ্যাকলিনের আইনজীবী জানান, তদন্তকারী সংস্থাগুলোকে সহযোগিতা করছেন অভিনেত্রী। তিনি সব হাজিরাই দিয়েছেন। তথ্য দিয়েও সহযোগিতা করছেন। তারপরও তাকে কেন হেনস্তা করা হচ্ছে। প্রশ্ন তুলেছেন প্রশান্ত।

দাবি তুলে অভিনেত্রীর আইনজীবী বলেন, জ্যাকলিনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তদন্তকারী দলগুলো এটুকুও বুঝতে পারছে না? জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার।

খাবার দিতেই চলে এলো প্রচুর ‘বাইন’ মাছ, ভাইরাল ভিডিও

অবৈধ লেনদনের সঙ্গে সুকেশ জড়িত হওয়ার পর ইডির নজরে পড়েন জ্যাকলিন। বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয় ইডির পক্ষ থেকে। তবে এখনও কোনো অনুলিপি নায়িকার কাছে পৌঁছায়নি। এমনটাও জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে এখন পর্যন্ত মুখ খোলেননি জ্যাকলিন।