সোশ্যাল মিডিয়ায় ফুরফুরে মেজাজে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক : এবারে অস্কারে সেরা গানের মনোনয়ন তালিকায় নাম উঠেছিল জ্যাকুলিন অভিনীত ‘টেল ইট লাইক আ ওম্যান’ সিনেমার ‘অ্যাপ্লজ’ গানটির। তবে দিক্ষিণী সিনেমা ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানটি অস্কার জিতে নেওয়াতেও খুশি শ্রীলঙ্কা থেকে বলিউডে আসা এই নায়িকা।

সুকেশের সঙ্গে আর্থিক জালিয়াতির মামলার চার্জশিটে নাম ওঠায় গত বছরজুড়ে আদালতে দৌড়ঝাঁপ করতে হয়েছে জ্যাকুলিনকে। তা থেকে মুক্তি মেলেনি চলতি বছরেও।

পুলিশের কাছে সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তার ‘গভীর’ সম্পর্ক ছিল। এ মামলার তদন্তে ভারতের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তাদের জেরায় সুকেশের সঙ্গে সম্পর্ক প্রথমে অস্বীকার করেন জ্যাকুলিন। পরে এই মামলায় জ্যাকুলিনকে আদালতে তোলা হলে তিনি জানান, সুকেশ তাকে ‘ধোঁকা’ দিয়েছে, তার আবেগ নিয়ে ‘খেলেছে’।

মামলাকাণ্ডে প্রথমে এই অভিনেত্রীর সাত কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি, এছাড়া গত বছর তার বিদেশ যাত্রায় আসে নিষেধাজ্ঞা। অভিযোগ ওঠে, সুকেশের কাছ থেকে অন্তত ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার পেয়েছেন জ্যাকুলিন, যার উৎস সেই পাচার হওয়া ২০০ কোটি রূপি অর্থ।

ইডির জেরায় জ্যাকুলিন বলেছিলেন, তিনি এক নন, আরও অনেক তারকাই সুকেশের কাছ থেকে উপহার পেতেন, যার মধ্যে আছেন নোরা ফাতেহি। এতে ‘মানহানি’ হয়েছে অভিযোগ তুলে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা ঠুকে দেন তারকা নৃত্যশিল্পী নোরা।

জ্যাকুলিন ফার্নান্দেজ মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৬ সালে। মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জিতে নেন তিনি।

২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমা দিয়ে বলিউডে জ্যাকুলিনের আত্মপ্রকাশ। ক্যারিয়ারের মাঝামাঝিতে সালমান খানের সঙ্গে জ্যাকুলিনের প্রেমের গুঞ্জন ওঠে। এও শোনা যায়, তাকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি বিলাসবহুল ফ্ল‍্যাট উপহার দিয়েছেন বলিউডের ভাইজান।

জেল থেকে বের হয়েই সংবাদ সম্মেলনে মাহি