বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রায়ই আলোচনায় থাকেন অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগন। নাইসার নামে একাধিক ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে। সেখানেই দেখা গেল তাঁর স্পেনে ছুটি কাটানোর ছবি।
অরহান আওত্রামণির সঙ্গে স্পেনে ছুটি কাটাচ্ছেন নাইসা দেবগন। অরহান আওত্রামণি সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে নাইটক্লাবে পার্টি করতেও দেখা যায় নাইসা দেবগনকে।
কিছুদিন আগে শোনা যায়, অরহান আওত্রামণির সঙ্গে নাকি ডেট করছেন জাহ্নবী কাপুর, আর সেই অরহানের সঙ্গেই একান্তে দেখা গেল নাইসাকে।
দু’দিন আগেই জাহ্নবী কাপুরের সঙ্গে আমস্টারডামে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় নাইসা দেবগনকে।
২০০৩ সালে জন্ম হয় অজয় দেবগন-কাজল কন্যা নাইসার। গত এপ্রিলে ১৯-এ পা দিয়েছেন নাইসা দেবগন।সুইৎজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন নাইসা দেবগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।