যাদের দল করা দরকার তারা করুক : কাদের সিদ্দিকী

Kader

জুমবাংলা ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘এত ছোট্ট দেশে কিসের দলমত। যাদের দল করা দরকার তারা করুক। আমি আছি মানুষের পেছনে। সেখানে আমার কাছে হিন্দু-মুসলমানও নেই, বৌদ্ধ-খ্রিষ্টানও নেই।’

Kader

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না। কিন্তু এখন আমি লেখাপড়া করি। আমি খেলাপড়া করে দেখেছি- শ্রষ্টা একজন। তার সৃৃষ্টিও আমরা সবাই। আল্লাহ এক, ভগবানও এক। আমি সেই আল্লাহর সৃষ্টি কাউকে অবহেলা করতে পারি না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। আর আমি বাসাইল-সখীপুরের রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছি এখানে। এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ সবার। এখানে আমার কোনো দলমত কিছুই নেই।’

তিনি বলেন, ‘যারা তার ক্ষমতা দেখায়, তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে। আপনারা একে অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের পাশে দাঁড়াবেন।’

জন্মের পর মৃত্যু অবধারিত উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বলেন, ‘যত ক্ষমতা, যত ধন-দৌলত একদিন এর কোনো মূল্য থাকে না। যারা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে ও ভক্তি নিয়ে শ্রষ্টার নাম নিতে পারে তারাই শুধু সসম্মানে সারাজীবন কাটাতে পারে।’

Tesla Model Pi: স্যাটেলাইট কানেক্টিভিটির সাথে 600MP ক্যামেরার সেরা ফোন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ প্রমুখ।