যেদিন বাজারে আসছে আইফোন ১৪

আইফোন ১৪

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপলবিষয়ক খবরের ওয়েবসাইট আইড্রপনিউজের বরাতে ‘টেকরেডার’ নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ তারিখই মুক্তি পেতে পারে অ্যাপলের নতুন ফোন ১৪।

আইফোন ১৪

তবে ওয়েবসাইটটি তাদের নিজেদের দেওয়া এই তারিখের ওপর খুব একটা ভরসা করছে না। কারণ, একমাত্র অ্যাপলই ভালো জানে, কবে মুক্ত হবে তাদের নতুন ফোন। যেকোনো সময় এ তারিখ পরিবর্তন হতে পারে। তবে ওয়েবসাইটটি জানায়, সেপ্টেম্বরের ১৩ তারিখ অ্যাপল একটি আয়োজন রেখেছে আর সেটিই আইফোন ১৪ রিলিজের অনুষ্ঠান হতে পারে।

ক্যামেরার মানের জন্য সবসময়ই আলোচিত অ্যাপল। নতুন আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আইফোন ১৩-র মতোই দাম থাকবে আইফোন ১৪-র। আমেরিকার বাজারে ৭৯৯ ডলার থেকে শুরু হবে এই সিরিজ। সে অনুযায়ী বাংলাদেশের বাজারে দাম নির্ধারণ হবে।

অভিনেত্রী পল্লবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন গৃহপরিচারিকা

চারটি ভ্যারিয়েন্টে আসতে পারে এই সিরিজ। আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোন ১২, ১৩-র মিনি ভার্সন যাদের পছন্দ ছিল, তাদের একটু মন খারাপ হতে পারে। কারণ, এবার আর ‘mini’ আনবে না অ্যাপল।