আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে বাজিমাত করলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। ২ লাখ ২৪ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তৃতীয় স্থানে সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। সেখানকার শক্ত মাটিতে এবার পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিল বিজেপি। কিন্তু ফল বেরোতেই দেখা গেল, সায়নীর ‘ঝড়ে’ যাদবপুরে কার্যত উড়ে গেছেন অনির্বাণ-সৃজন।
এই আসনের ফলাফল থেকে জানা যাচ্ছে, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন মোট ৬ লাখ ৩৪ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গাঙ্গুলী পেয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৬ ভোট। সিপিআইএমের সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৪৪ ভোট এবং আইএসএফের নূর আলম খান পেয়েছেন ৭৫ হাজার ৪১৭ ভোট।
সাত দফা ভোটের একদম শেষ দফায় ১ জুন ভোট হয় যাদবপুরে। আসনটিতে ভোট পড়ে ৭৬.৬৮ শতাংশ।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই যাদবপুরে জয়ী হন তৃণমূলের আরেক তারকা প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। ৬ লাখ ৮৭ হাজার ৭৭৩ ভোট পেয়েছিলেন তিনি। মিমি এবার নির্বাচন করেননি। মমতা ভরসা রাখেন সায়নীর ওপর। ভরসার দাম দিলেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।