বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টাটা মোটরস নতুন ইলেকট্রিক গাড়ি আনছে। এই গাড়িতে থাকছে জাগুয়ার ল্যান্ড রোভারের বিশেষ প্রযুক্তি। এই গাড়িতে থাকছে জাগুয়ার ল্যান্ড রোভারের জনপ্রিয় ইলেকট্রিফায়েড পিওর ইলেকট্রিক প্ল্যাটফর্ম ইলেকট্রিফায়েড মডিউলার আর্কিটেকচার বা ইএমএ। এই প্রযুক্তি আনতে টাটা জাগুয়ার ল্যান্ড রোভারের সঙ্গে চুক্তি করেছে।
এই চুক্তির ফলে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি-র নতুন প্রজন্মের হাই-এন্ড ইলেকট্রিক ভেহিকলগুলো, যা এভিনইয়া কনসেপ্টের ওপরে ভিত্তি করে তৈরি হবে। সেগুলো জেএলআর-এর ইএমএ প্ল্যাটফর্ম ব্যবহার করবে।
মিড-সাইজের এসইউভি সেগমেন্টে জাগুয়ার ল্যান্ড রোভারের সঙ্গে জুটি বেঁধে বড় পদক্ষেপ নিল টাটা মোটরস। ২০২৫ সাল থেকে টাটা সেই গাড়িগুলো লঞ্চ করবে। শুধু ভারত নয়। গ্লোবাল মার্কেটেও নিয়ে আসা হবে টাটা এভিনইয়া সিরিজের গাড়িগুলো।
ইন্টিরিয়ার স্পেস থেকে শুরু করে কম্ফোর্ট অপ্টিমাইজ, ভিশন, অ্যাডভান্সড ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক আর্কিটেকচার, কানেক্টিভিটি, সফটওয়্যার এবং ওভার দ্য এয়ার কানেক্টিভিটি সবদিক থেকেই কাজ করবে এই পার্টনারশিপ।
এই ইলেকট্রিক মডিউলার আর্কিটেকচার ব্যাপক হারে ইন্টিগ্রেট করা প্রপালসন সিস্টেম (সেল টু প্যাক ব্যাটারি টেকনোলজি, ব্যাটারি ম্যানেজমেন্ট ও চার্জিং সিস্টেম) দিতে চলেছে, যা সেরার সেরা কার্যক্ষমতা এবং রেঞ্জ দেবে।
এই ইএমএ প্ল্যাটফর্মের সাহায্যেই এভিনইয়া সিরিজের গাড়িগুলো ইক্যুইপ করা হবে এডিএএস ফিচার দিয়ে। তাছাড়াও এই প্ল্যাটফর্ম স্টেট অব দ্য আর্ট চার্জিং অপশন পেতে চলেছে। এর ফলে টাটার মোটরসের নতুন ইলেকট্রিক গাড়িগুলোর সফটওয়্যার ওভার দ্য এয়ার, ফিচার্স ওভার দ্য এয়ার এবং সেফটি পাওয়ার কাজটি আরও মসৃণ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।