জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী কাজী মৌসুমী আফরোজ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
৮ আগস্ট (শুক্রবার) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদিত হয়েছে।
একাধিক সূত্র জানায়, মৌসুমী আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের সক্রিয় একজন নেত্রী ছিলেন এবং তখনকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি আখতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
বর্তমানে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন। এর ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “তিনি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, কারো সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেটা আলাদা বিষয়, তবে সেটা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপি সমর্থক।”
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.