জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। রবিবার রাত ১০টার দিকে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আটককৃত শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচিত।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে হলের ওই কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে ২০ বোতল বিদেশি মদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর আজওয়াদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী জানিয়েছেন, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য তিনি এই মাদক সংগ্রহ করেছিলেন। মদগুলো তার গ্রামের বাড়ি জামালপুরের সীমান্ত অঞ্চল থেকে আনা হয়েছিল বলে তিনি স্বীকার করেছেন।
এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে মাদক রাখা অত্যন্ত গুরুতর অপরাধ। প্রাথমিক প্রমাণ মেলায় তাকে আটক করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য হল কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় জাকসু নেতৃবৃন্দ এবং হলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাকসু প্রতিনিধিরা জানান, ক্যাম্পাসে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষী শিক্ষার্থীর উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


